• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বড় ব্যবধানে আবারো ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

প্রকাশিত: ০১:১৪, ১০ মার্চ ২০২৪

আপডেট: ১০:০৯, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
বড় ব্যবধানে আবারো ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে বড় ব্যবধানে আবারো মেয়র নির্বাচিত হলেন ইকরামুল হক টিটু। শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিতব্য মসিক নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র পদে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের ১২৮টি ভোটকেন্দ্রের ফলাফলে ইকরামুল হক টিটু পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭০ ভোট।

এছাড়া মেয়র পদে অপর দুই প্রার্থী লাঙ্গল প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট এবং হরিণ প্রতীকের রেজাউল হক খান পেয়েছেন ১ হাজার ৪৮৭ ভোট। 
শনিবার রাতে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। 

      আরও পড়ুন:

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র টিটু বলেন, নগরবাসী আমার উপর আস্থা রেখে আমাকে আবারো বিজয়ী করেছে। এ জন্য আমি নগরবাসীকে কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, আগামী দিনে নগরবাসীকে সাথে নিয়ে নগরীর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি নগরীর সার্বিক উন্নয়নে কাজ করবো। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরামর্শে সিটি কর্পোরেশনকে আধুনিক সিটিতে রুপান্তরিত করতে চাই। তিনি তাঁর এই বিজয় নগরবাসীকে উৎসর্গ করেন। 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ভোট পড়েছে প্রায় ৫৬ দশমিক ৩০। মোট ভোট পড়েছে এক লাখ ৮৯ হাজার ৪৩১ ভোট। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৩জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে ৩৩জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
     
এদিকে ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ প্রতীকের আমিনুল ইসলাম সরকার ১০ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমপিপত্নী জগ প্রতীকের শামীমা আক্তার পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2