• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় অসহনীয় গরম

প্রকাশিত: ১৩:১৭, ১ মে ২০২৪

ফন্ট সাইজ
উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় অসহনীয় গরম

উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় অসহনীয় গরম। তাপদাহে পুড়ছে প্রকৃতিসহ মানুষ। মৌসুমি রোগে ভরে গেছে হাসপাতালগুলো। ১৭ দিনে রংপুর মেডিকেলেই মারা গেছেন তিনশ’ ৯৯ জন। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেবা নিতে মারপিটের মত ঘটনাও ঘটছে। 

টানা তাপদাহে রংপুরে সাধারণ মানুষের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। গরমে হাসপাতালে রোগী আর দর্শনার্থীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মচারীরা। 

উত্তরের আট জেলার মানুষের ভরসা রংপুর মেডিকেল। তীব্র তাপপ্রবাহে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন। হাসপাতালের ওয়ার্ড ও বারান্দায় গিজগিজ করছে রোগী। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় অতিষ্ঠ তারা।

সংশ্লিষ্টরা বলছেন, তাপদাহে হিট স্ট্রোকে রোগী বাড়ছে প্রতিদিন। মৌসুমি রোগে মারাও যাচ্ছে বহু মানুষ। 

১২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মেডিকেলের ৪৭ ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন প্রায় ৪০ হাজার রোগী। মারা গেছেন ৩৯৯ জন।
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2