• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু

প্রকাশিত: ০০:৫৯, ১১ জুন ২০২৪

ফন্ট সাইজ
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে স্বামীর মৃত্যু

অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে বাড়ি ফিরছিলেন আবু রায়হান। পথে ট্রাকের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন ) রাতে জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু রায়হান জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামের শুকুর আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আবু রায়হান রাতে জয়পুরহাট জেনারেল হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে রেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পরে হারাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরু বোঝায় ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান।

তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: