অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ফেনীতে, ৫০ হাজার শ্রমজীবীকে খাদ্য প্রদান

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টি হলেও ফেনীর কোথাও কোন অপ্রীতিকর, অস্বস্তিকর ও অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। এই সময়ে মানুষের চলাচলে নিরাপদ রাখতে আওয়ামী লীগের নেতারা মাঠে কাজ করছে। এ ছাড়া সার্বক্ষণিক মানুষের জানমালের নিরাপত্তায় তৎপরতা দেখিয়েছে। কারফিউয়ে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ৫০ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী।
ফেনী জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম কোটা সংস্কারের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধীরা। তাই ফেনীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন নিজাম হাজারী। নির্দেশনা অনুযায়ী জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটির কর্মীদের সজাগ, সতর্ক অবস্থানে ছিল। ফলে দুর্বৃত্তরা মাঠে নামতে পারেনি বলে উল্লেখ করেন আওয়ামী লীগের নেতারা।
তারা আরও বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় নিজাম হাজারী প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন। তার সঠিক ও সময় উপযোগী নেতৃত্বের কারণে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ফেনী জেলার রাষ্ট্রীয় সম্পদ।
এদিকে, কারফিউ চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ৫০ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নিজাম উদ্দিন। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে ঘোষণাও দিয়েছেন তিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: