• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেখ হাসিনার দোসরদের গ্রেফতারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
শেখ হাসিনার দোসরদের গ্রেফতারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে ছাত্র জনতা হত্যাকারী খুনি শেখ হাসিনার দোসরদের ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও শামসুল হক জজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরের পান্না চত্তরে জমা হয়। এরপর শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী প্রেসক্লাব প্রদক্ষিন করে জেলা প্রশাশক কার্যালয়ে অবস্থান নেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

এসময়  মেহেরাব, রিয়াজ, মিরাজ,অভি, আলতাফ, মিরাজ, রুপক, হৃদ, সানজিদা, সশি, সুক্তি, রুবাইয়াসহ বিভিন্ন স্কুল কলেজের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, গত ১৬ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচী দেয় কেন্দ্রীয় থেকে। আমরা সেটা পালন করতে গিয়ে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, তথাকথিত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের সমন্বয়ক শেখ হাসিনার দোসর শামসুল হক জজ এবং রাজবাড়ী সন্ত্রাসের গড ফাদার কাজী ইরাদত আলীর প্রত্যক্ষ নির্দেশে বিভিন্ন ভাবে বাঁধা দেয় জেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা৷ আমাদের উপর লাঠিপেটা সহ গুলি করে আহত করে তারা। ছাত্র আন্দোলনে আমাদের নামে মামলা করা হয়। মামলার পরের দিনেই আমাদের অনেক ছাত্রকে আটক করে পুলিশ। 

তারা আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আমরা তাদের নামে মামলা করি। মামলার ১ মাসেরও বেশি সময় হয়ে গেছে কিন্তু তাদের কাওকে প্রশাসন এখনো গ্রেফতার করতে পারছে না। আসামিরা এখনো প্রকাশ্যে শহরের বিভিন্ন অলিতে-গলিতে দাপটের সঙ্গে ঘোরাঘুরি করছে। তারা আমাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। সকল আসামিদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: