নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। নিহত নবীর আলী রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার রাতে নেপালদীঘি গ্রামের মাদ্রাসা মাঠে তার গতিবিধি সন্দেহজনক হলে আটক করে এলাকাবাসী। এসময় চোর সন্দেহে গণধোলাই দেওয়া হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: