• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শ্রীনগরে কলাবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শ্রীনগরে কলাবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় একটি কলাবাগান থেকে আয়নাল হক (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সকালে পূর্ব আটপাড়া গ্রামের নিজস্ব কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আয়নাল হক ওই এলাকার বাসিন্দা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, নিহতের স্ত্রী শাহিদা বেগমের বরাতে জানা গেছে শনিবার রাত আটটার পর থেকে আয়নাল হক নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে স্থানীয়রা কলাবাগানে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

ওসি আরও বলেন, মরদেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে, এটি হত্যাকাণ্ড কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2