• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাঁপাইনবাবগঞ্জ

ভারতে রাসুল (সা:) কে অবমাননার প্রতিবাদে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ভারতে রাসুল (সা:) কে অবমাননার প্রতিবাদে সমাবেশ

ছবি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচী পালন

‘রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশমন’ শ্লোগানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রাসুল হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের করা কটুক্তি ও তাকে বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচী পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, চলতি বছরের আগস্ট মাসে প্রিয় নবী রাসূল (সা:) এর নামে রামগিরি মহারাজ জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতাসহ বিশ্ব মুসলিম। ফলে রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০টিরও বেশি মামলা হয়। এদিকে রামগিরির পক্ষে সমর্থন জানিয়ে একের পর এক মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপির হিন্দুত্ববাদী সাংসদ নিতেশ রানে। এমনকি তাতেও ক্ষান্ত না হয়ে এক বক্তব্যে নিতেশ হুমকি দিয়ে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে, মসজিদে ঢুকে তাদের পেটানো হবে। এর প্রতিবাদে রাজ্যে নিতেশের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা হয়েছে। কিন্তু, অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেফতার করাতো দূরের কথা কোন প্রতিবাদ করেনি।

সমাবেশ বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর বিরুদ্ধে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজজের করা কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও বলেন, বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে রামগিরি। আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে। আর তাই মহানবীর অবমাননাকারীদের গ্রেফতার করে সঠিক বিচার না করলে ভারতকে এর চড়া মূল্য দিতে হবে। অন্যথায় আগামীতে ভারতীয় দূতাবাস ঘেরাওসহ আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান শিক্ষার্থীরা।

এর আগে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজ, নবাবগঞ্জ সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ আলিম মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2