নরসিংদীতে রথযাত্রা; হাজারো সনাতনীর সমাগম

নরসিংদীতে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা দেবীর উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), শ্রী শ্রী জগন্নাথ বাড়ি( হরেকৃষ্ণ নাম হট্ট সংঘ), জগন্নাথ ধাম, গোপীনাথ জিউর আখড়া ধাম, কালাচাঁন মন্দির ও গৌরবিষ্ণুপ্রিয়া মন্দির কমিটি যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
শনিবার (০৫ জুলাই) বিকেলে নরসিংদী ইসকন মন্দিরের সামনে থেকে একটি উল্টো রথযাত্রা শুরু করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উল্টো রথযাত্রা উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস।
এইদিকে, শ্রী শ্রী জগন্নাথ বাড়ি বীরপুর এলাকা থেকে আরোও একটি রথযাত্রা শুরু হয়। উল্টো রথযাত্রা উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরপুর শ্রী শ্রী জগন্নাথ বাড়ির রথযাত্রা কমিটির সভাপতি জিতেন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস। বিশেষ অতিথি ছিলেন বীরপুর সেবাব্রত সংঘের সভাপতি জুটন দাস ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি লক্ষ্মণ বর্মন।
এছাড়াও শহরে বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা আয়োজন করেন। রথযাত্রাগুলো পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময়, কয়েক হাজার সনাতন ধর্মালম্বী অংশ নেয়। ইসকনের রথযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। আর শ্রী শ্রী জগন্নাথ বাড়ি বীরপুরের রথযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বীরপুর দূর্গা মন্দিরে গিয়ে সমাপ্তি হয়। পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: