• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রংপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:৪৫, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ২১:১৬, ১৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রংপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার ইটাকুমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আবুল বাশার নিজ বাড়ি থেকে পীরগাছা সদরে যাচ্ছিলেন। এ সময় পীরগাছা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে পীরগাছা থানায় একটি ও ঢাকায় একটি হত্যা মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ইউপি চেয়ারম্যান আবুল বাশারকে বিকfল ৩টার দিকে ইটাকুমারী এলাকা থেকে আটক করা হয়। তার নামে পীরগাছা থানা ও ঢাকায় দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: