• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এনসিপির সমাবেশে শিক্ষার্থীদের জোর করে নিয়ে আসার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১৭:১৫, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৭:২১, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
এনসিপির সমাবেশে শিক্ষার্থীদের জোর করে নিয়ে আসার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

এনসিপির  সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের ক্লাস থেকে জোর করে বের করে নিয়ে আসার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীরা বলেন, টাঙ্গাইলের বিগত ইতিহাসে বিন্দুবাসিনীর ক্লাস বাদ দিয়ে কোনো রাজনৈতিক সভা-সমাবেশে অংশগ্রহণ করেনি শিক্ষার্থীরা। অথচ গতকাল সোমবার শহরের নিরালা মোড়ে এনসিপির পথসভায় যোগদানের জন্য ক্লাস থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে আসে। এসময় শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। 

গতকাল বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এই ইস্যু নিয়ে। তাই আমরা দাবি জানাচ্ছি স্যারদের কাছে এনসিপির নেতাদের ক্ষমা চাইতে হবে।

এসময় বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। 

 

বিভি/এআই

মন্তব্য করুন: