চট্টগ্রামে শিল-পাটা দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন, স্বামী পলাতক

ফাইল ছবি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পারিবারিক কলহের জেরে মশলা বাটার পাথরের শিল-পাটা দিয়ে স্ত্রীকে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আজিজ মিয়া পালিয়ে গেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কুলসুমা বেগম (৪০)।
পুলিশ জানায়, কুলসুমা ও আজিজ মিয়া দুই বছর ধরে খোয়াজনগরের নুরুল আবছারের মালিকানাধীন একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আজিজ মিয়া ক্ষিপ্ত হয়ে মশলা বাটার পাথরের শিল-পাটা দিয়ে স্ত্রী কুলসুমার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: