পাহাড় নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে দাবি ওয়াদুদ ভূঁইয়ার
পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে সবাইকে খুব সর্তক থাকার অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। পাহাড়কে অশান্ত করে প্রেতাত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি নেতা-কর্মীদের জনগণের সাথে ভালো ব্যবহার করারও পরামর্শ দিয়ে বলেন, সামনে নির্বাচনকে মাথায় রেখে নেতা-কর্মীদের জনগণের দোর গোড়ায় যাওয়ার নির্দেশ দেন। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির সকল সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় তিনি আরও বলেন, কোন অবস্থায় পাহাড়ি-বাঙালির সম্প্রীতি নষ্ট করা যাবে না।
এ সময় তিনি বলেন, আমরা অর্ন্তবতী সরকারকে অনুরোধ করব, যাতে দ্রুত নির্বাচন দেয়া হয়। সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সব প্রতিষ্ঠানের সংস্কারের সুযোগ নেই। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। ’
সভায় বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, সহসভাপতি প্রবীণ কুমার চাকমা, আবু ইউসুফ চৌধুরী, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় জেলার ৯টি উপজেলা, তিনটি পৌরসভা ও ৩৮টি ইউনিয়নের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: