একাই ৬৮ বার রক্তদান করেছেন পাবনার সাংবাদিক সনম
সাংবাদিকের কাজ সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করে মানুষের মাঝে ছড়িয়ে দেয়া। তবে ভিন্নধর্মী মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন পাবনার পরিচিত মুখ সাংবাদিক ছিফাত রহমান সনম। একবার দুইবার নয়, স্বেচ্ছায় ৬৮ বার রক্তদান করেছেন তিনি।
গত শনিবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে পাবনার সন্ধানী ডোনার ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি ৬৯তম বার রক্তদান করেন। সাংবাদিক সনম পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক ও সন্ধানী ডোনার ক্লাব পাবনার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক। লেখক হিসেবেও বেশ পরিচিত তিনি।
পাবনার সন্ধানী ডোনার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডা. ইফতেখার মাহমুদ জানান, ১৯৮৮ সালের ১৭ জুলাই ক্লাবটির যাত্রা শুরুর পর গত ৩৩ বছরে প্রায় ৭০ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছে এখানকার কর্মীরা। সাংবাদিক ছিফাত রহমান সনম তাদের মধ্যে অন্যতম। এই মানুষটি ৬৮ বার রক্তদান করলেন। তার প্রতি শুভ কামনা।
ছিফাত রহমান সনম সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়ে বলেন, মানবিক মূল্যবোধ ও মানসিক আত্মতৃপ্তি থেকেই মূলত কাজ করি। মানুষের পাশে থাকতে পেরে ভালো লাগে। সকলকে নিজ নিজ পরিসর থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বিভি/এজেড
মন্তব্য করুন: