• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আকস্মিক ঝড়ো হাওয়া ও বজ্রপাতে খাগড়াছড়ি লন্ডভন্ড

নিহত দুই ,আহত ৫ ও জেলা প্রশাসনের একাধিক গাড়ী ক্ষতিগ্রস্ত, জেলায় বিদুৎ সরবরাহ বিচ্ছিন্ন,অন্ধকারে খাগড়াছড়ি 

প্রকাশিত: ২১:৪১, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ২১:৪৫, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আকস্মিক ঝড়ো হাওয়া ও বজ্রপাতে খাগড়াছড়ি লন্ডভন্ড

খাগড়াছড়িতে আকস্মিক ঝড়ো বাতাস ও বজ্রপাতে জেলা   প্রশাসনের কার্যালয়সহ বিভিন্নস্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। বজ্রপাতে জেলায় দুইজন নিহত,চারজন আহত  ও জেলায় প্রশাসনের কার্যালয়ের এক স্টাফ আহত হয়েছে। জেলায় বিদুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। পুরো জেলা অন্ধকারে ডুবে রয়েছে।

মঙ্গলবার(৫ নভেম্বর) বিকাল ৫টার  আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর ঝড়ো বাতাস বইতে। সাথে বজ্রপাত। ঝড়ের বেগে জেলা সদরের মুসলিম পাড়া, বাস টার্মিনাল সড়ক, নিউজিল্যান্ড এলাকাসহ কয়েকটিস্থানে গাছ পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। 

এ সময় বজ্রপাতে আলুটিলার অচাই পাড়া এলাকায় ভোগীরণ ত্রিপুরা নামে একজনের মৃত্যু হয়। 

স্থানীয় সুত্রে জানায়, পাহাড় থেকে গরু নিয়ে ফেরার পথে পথিমধ্যে বজ্রপাতে শিকার হলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। অপর জেলার মহালছড়িতে বজ্রপাতে একজন নিহত ও অপর চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ঝড়ো বাতাস ও বজ্রপাতে গাছ পড়ে জেলা প্রশাসনের কার্যালয়ের দুটি এসি নষ্ট, জানালার গøাস ভেঙে গেছে। টিনশেড গাড়ি রাখার পার্কিংয়ের উপর গাছ ভেঙে পড়ে অফিস স্টাফের দুটি মোটর সাইকেল, এডিসি (শিক্ষা ও আইসিটি) সরকারি ব্যবহৃত জীপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক জন। জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান,ঝড়ো হাওয়া,বজ্রপাত ও গাছ পড়ে জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আনা হয়েছে। গাছ সরানোর চলমান কাজ চলমান রয়েছে ঘন্টা খানেক ধরে। একইসাথে বিদুৎ বিভাগের লোকজনও কাজ করছে। 

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ঝড়ে গাছ পালা ভেঙ্গে পড়ে ক্ষতির খবর পেয়ছেন। গাছ সরাতে একটি ইউনিট বিভিন্ন স্থানে কাজ করছে।

খাগড়াছড়ি বিদুৎ বিতরণ বিভাগের নির্বাহী স্বাগত সরকার জানান, ঝড়ো বাতস ও বজ্রপাতের কারনে বিভিন্নস্থানে গাছ, গাছের ডালপালা ৩৩ কেভি সঞ্চালন লাইনের উপর পড়ায় বিদুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। সংযোগ তারও ছিড়েছে। লাইন চেকিংয়ের কাজ শুরু করা হয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ চালু করতে সময় লাগতে পারে। দ্রæত  সময়ের মধ্যে সঞ্চালন লাইন চালু করতে চেষ্টা চলছে জানিয়েছেন প্রকৌশলী। 

বিভি/এআই

মন্তব্য করুন: