• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাঙ্গামাটিতে দুই ভারতীয় নাগরিক আটক

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
রাঙ্গামাটিতে দুই ভারতীয় নাগরিক আটক

ফাইল ছবি

রাঙ্গামাটির বরকল উপজেলায় দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবোটে রাঙ্গামাটি আসার পথে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৮ হাজার ১০০ টাকা পাওয়া যায়। 

সূত্র জানায়, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙ্গামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে সূত্র জানায়।

বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, বরকল বিজিবি চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় দুইজন ভারতীয় নাগরিককে আটকের খবর পেয়েছি। বিজিবির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে পুলিশের কাছে হস্তান্তর করবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: