কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: পার্বত্য উপদেষ্টা

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, দেশে কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের ভাগ্যের পরিবর্তনে সরকার কাজ করছে। তিনি আরও বলেন সরকার দেশের সম্পদ বিনষ্ট রোধ ও ব্যাপক অপচয় রোধসহ উন্নয়ন কাজ অব্যাহতভাবে চালিয়ে যেতে বদ্ধপরিকর।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটির রাজবন বিহার কমপ্লেক্স ভবনে বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্মীয় সভায় রাজবন বিহারের ভিক্ষু সৌরজগৎ ভান্তে, মঙ্গল তিষ্য, দীপবংশ ভিক্ষু, ধম্যানু ভান্তে, মগ লায়ন ভিক্ষুসহ অন্যরা বক্তব্য রাখেন।
উপদেষ্টা আরো বলেন, সৎকর্মকারী কীর্তিমানের মৃত্যু নাই। সৎকর্ম করার পাশাপাশি দেশের কল্যাণে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ধর্মীয় উৎসবে সদ্যপ্রয়াত নবারুণ চাকমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় নিজে দান দাতব্য প্রদান করেন। পরে তিনি প্রার্থনায় যোগ দেন। প্রার্থনায় সৎকর্ম, সৎ চিন্তা ও মৈত্রীর প্রসার লাভসহ সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করা হয়। এ সময় উপদেষ্টার সহধর্মিনী নন্দিতা চাকমা উপস্থিত ছিলেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: