• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পদ্মার এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২৬, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
পদ্মার এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মার ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার ৪২৮ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে অনলাইনের মাধ্যমে এক প্রবাসী মাছটি কিনে নেন।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ জানান, ভোরে জেলে ইসমাইল হালদারের কাছ থেকে ১ কেজি ৯৬০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৮ হাজার ২৩২ টাকা দিয়ে কিনে নেয়। পরে বিক্রির জন্য মাছের ছবিটি ফেসবুকে আপলোড করলে এক প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪২৮ দিয়ে কিনে নেন। প্রবাসীর পরিবার চট্টগ্রামে থাকে। তাই মাছটি সেখানে ডেলিভারি করা হবে।

শাহজাহান শেখ আরও জানান, এই মৌসুমের এটাই সবচেয়ে বড় ইলিশ মাছ। এত বড় ইলিশ অনেকদিন এই পদ্মায় পাওয়া যায় না। তাই বেশি দাম হলেও মাছটি আমি কিনে নেই। পদ্মার বড় ইলিশের চাহিদাও রয়েছে বেশ ভালো।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, অনেক আগে নদীতে বড় আকৃতির ইলিশ মাছ পাওয়া যেতো।কিন্তু বর্তমানে বড় সাইজের ইলিশ মাছ সচরাচর কম পাওয়া যায়। তবে মাঝেমধ্যেই দৌলতদিয়ায় বড় আকৃতির ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এটা খুশির খবর।

বিভি/এসজি

মন্তব্য করুন: