গাইবান্ধায় চল্লিশ বছর ধরে আলো ছড়াচ্ছেন এক টাকার মাস্টার (ভিডিও)
গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন এক টাকার বিনিময়ে শিশুদের পড়ান গাইবান্ধার লুৎফর রহমান। টাকার অভাবে নিজে উচ্চশিক্ষা না নিতে পারলেও শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন চার দশক ধরে। এলাকায় সবাই তাকে চেন এক টাকার মাস্টার হিসেবে।
দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন গাইবান্ধার লুৎফর রহমান। ৭১ বছরের এ মানুষটি ছুটে বেড়ান গ্রাম থেকে গ্রামে। কখনো হেঁটে কখনো সাইকেলে।
গাইবান্ধার বাগুড়িয়া গ্রামের লুৎফর রহমান পরিচিতি পেয়েছেন এক টাকার মাস্টার হিসেবে। চার দশক ধরে এক টাকার বিনিময়ে পড়াচ্ছেন কোমলমতি শিশুদের। এসএসসি পাস করার পর দারিদ্র্যের কারণে থেমে যায় লুৎফর রহমানের পড়াশোনা। সেই আক্ষেপ থেকেই বিদ্যালয়ে শিশুদের ঝড়ে পড়া ঠেকাতে বিনা পয়সায় পড়ানো শুরু করেন। পরে অভিভাবকদের অনুরোধে দিনে এক টাকা পারিশ্রমিক নেয়া শুরু করেন তিনি। হয়ে ওঠেন আলোর ফেরিওয়ালা।
গ্রামের বেশিরভাগ ছেলে-মেয়েদের প্রাথমিক শিক্ষার শুরুও তার কাছেই। লুৎফর রহমানের অনেক ছাত্রছাত্রীই এখন প্রতিষ্ঠিত।
মহৎ এ মানুষটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান।
লুৎফর রহমানের জন্ম ১৯৫০ সালে। ১৯৭৪ সালে নদী ভাঙনের পর থেকেই দারিদ্রতার সাথে লড়াই শুরু। পরিবার নিয়ে বসবাস করছেন ওয়াপদা বাঁধে। তবুও দিনরাত জ্ঞানের আলো ছড়িয়ে মানুষ গড়ে তোলার প্রত্যয় তার।
মন্তব্য করুন: