• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারের উখিয়ায় অতিথি পাখি শিকারে মেতেছে রোহিঙ্গারা

মোর্শেদুর রহমান খোকন, কক্সবাজার

প্রকাশিত: ০৯:১৪, ৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:১৫, ৫ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কক্সবাজারের উখিয়ায় অতিথি পাখি শিকারে মেতেছে রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়ায় অতিথি পাখি শিকারে মেতেছে রোহিঙ্গারা। দুষ্কৃতিকারীদের সহযোগিতায় অভিনব কৌশলে ফাঁদ পেতে এ অপকর্ম করছে তারা। বন বিভাগ অভিযান চালিয়েও ঠেকাতে পারছেনা চোরা শিকারীদের। 

দূর থেকে দেখলেই মনে হয় বিশাল বিলের সবুজ ঘাঁসে ধবধবে সাদা বকের ঝাঁক। কিন্তু কাছে গিয়ে দেখা যায় ককসিটের তৈরি নকল বক দিয়ে পাতা ফাঁদ পেতেছে রোহিঙ্গা শিকারীরা।

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া বিলের বিশাল জলাশয়ে প্রতিদিনই চলছে এ অপকর্ম। আর রোহিঙ্গাদের সহযোগিতা করছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্থানীয়রা। 

বিভিন্ন সময় পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বন বিভাগ। কিন্তু তাতেও দমানো যাচ্ছে না তাদের। কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা  মো: গাজী শাফিউল আলম।

অতিথি পাখি শিকার রোধে প্রচলিত আইন জোরদার ও সবার সচেতনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা।  

মন্তব্য করুন: