• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জে ৪ ও ভূরুঙ্গামারীতে ২ জন নিহত

প্রকাশিত: ১২:৪৪, ৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সড়ক দুর্ঘটনায় বীরগঞ্জে ৪ ও ভূরুঙ্গামারীতে ২ জন নিহত

সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জে ৪ জন ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুইজন নিহত হয়েছে। 

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার চাকায় জাদু মোড়ে সকাল (৬ ডিসেম্বর) আটটায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখী যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুইজন।

আহতদের চিকিৎসা চলছে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেলে।

এদিকে, ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাপাড়া এলাকার রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের ব্যবসায়ী কামাল হোসেন খোকন।

রাতে মোটরসাইকেল যোগে রংপুর থেকে ভূরুঙ্গামারী যাবার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই রশিদুল ও হাসপাতালে নেয়ার পথে খোকনের মৃত্যু হয়। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2