• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী

স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযোগের তীর স্বামীর দিকে

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১৭:৩৬, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪০, ৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযোগের তীর স্বামীর দিকে

পটুয়াখালী‌র ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রামে স্ত্রী নুরজাহান বেগমকে (৪৫) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুর মোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে। ঘটনা‌টি ঘটেছে র‌বিবার (৫ জানুয়ারি) রাত ৩টার দিকে। সদর থানা পু‌লিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়েছে।

নুর জাহান বেগমের পুত্রবধূ রো‌জি আক্তার ও নুপুর আক্তার জানান, দ্বিতীয় বিয়ে করা নিয়ে নুর মোহাম্মদ ও স্ত্রীর মধ্যে বিরোধ চল‌ছিল। ঘটনার দিন রাতে স্বা‌মীর দ্বি‌তীয় বিয়ে করার জন‌্য স্ত্রী তালাক দেয়ার জন‌্য চাপ প্রয়োগ ক‌রে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে পুত্রবধূদের মধ‌্যস্থতায় স্ত্রী নুরজাহান বেগমের কাছে ক্ষমা চায়। এরপর সবাই ঘু‌মিয়ে যায়। পরে রাত ৩টার দিকে জবাই করে স্ত্রী নুর জাহান বেগমকে হত‌্যা করে পা‌লিয়ে যায় নুর মোহাম্মদ।

এ ঘটনার সুষ্ঠু ‌বিচার দাবি করেছেন স্থানীয়রা ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইমতিয়াজ জানান, এই ঘটনায় নিহত নুর জাহানের স্বামী নূর মোহাম্মদকে আমরা আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2