• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

পদ্মা সেতু দেখতে পটুয়াখালীতে মানুষের ভিড়!

পদ্মা সেতু দেখতে পটুয়াখালীতে মানুষের ভিড়!

পদ্মাসেতু নির্মিত হয়েছে শরীয়তপুরের জাজিরা ও মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। তবে পদ্মা সেতুর মত অবিকল দেখতে পদ্মা সেতু নির্মাণ করেছে পটুয়াখলী জেলা প্রশাসন। এ সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পায়ে হেটে পার হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তুলছেন সেলফি। জেলা শহরের সার্কিট হাউসের পুকুরে জেলা প্রশাসনের উদ্যোগে এই রেপ্লিকা তৈরি করা হয়েছে। তিনশ ফুট দৈর্ঘ্যের এই সেতুতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। পদ্মা সেতুর আদলে নির্মাণ এই সেতু দেখতে ইতিমধ্যে ভিড় করছেন উৎসুক জনতা। এছাড়া এ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পটুয়াখালীতে তিন দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

০৮:০৯ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

Advertisement
Advertisement