চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, তিন বাংলাদেশি আহত

ছবি: সংগৃহীত
গাছ কাটা নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। দু'দেশের নাগরিকরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এসময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সমাধানের চেষ্টা করছে বিজিবি- বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তে দুদেশের মানুষের মধ্যে চরম উত্তেজনা। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কিরণগঞ্জ সীমান্তের শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গমকাটায় বাধা দেয় ভারতীয়রা। এসময় তারা কেটে দেন বাংলাদেশের কয়েকটি আমগাছ। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পাথর ছোড়ে ভারতীয়রা। তাদের ছোড়া পাথর ও হাসুয়ার আঘাতে আহত হন কয়েক বাংলাদেশি।
বিপুল মানুষের উপস্থিতিতে চরম উত্তেজনা দেখা দেয় সীমান্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিজিবি ও বিএসএফ। বাড়ানো হয়েছে নিরাপত্তা।
এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুরে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো। দেশের পট পরিবর্তণের পর বাংলাদেশ-ভারত কুটনীতে চলছে টানাপড়েন। এর রেশ পড়েছে দু'দেশের সীমান্তে।
বিভি/এআই
মন্তব্য করুন: