• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্যাটারিচালিত ইজিবাইক ও তেলবাহী ট্রাক মুখোমুখী সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ২৩:০৫, ৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ব্যাটারিচালিত ইজিবাইক ও তেলবাহী ট্রাক মুখোমুখী সংঘর্ষে নিহত ৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ব্যাটারিচালিত ইজিবাইকচালক আরিফুর রহমান (৩৫), তিনি দামুড়হুদার জয়রামপুর কলোনীপাড়ার বাসিন্দা। অপর দুজনের মধ্যে একজন নারী (বয়স আনুমানিক ৫০) ও একজন পুরুষ (বয়স আনুমানিক ৪৫), যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহতরা হলেন- দুথপাথিলা গ্রামের আল-আমিন (২২), চাঁদপুর সিপিতে কর্মরত দেলোয়ার হোসেন সায়েম (২৮), হায়দারপুরের ফহাদ আহমেদ (২২), রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী শিশুপুত্র ইয়াছিন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল গণমাধ্যমকে জানান, দুজনকে মৃত অবস্থায় আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে চারজন ভর্তি রয়েছেন, যাদের একজনের অবস্থা সংকটাপন্ন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2