টাঙ্গাইল
চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহিত
ডেল্টা হাসপাতালের চিকিৎসক ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ১ম ব্যাচের শিক্ষার্থী ডা. সাদী বিন শামসের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল মেডিকল কলেজ হাসপাতালের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের প্রধান গেটের সামনে গিয়ে মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুল আমিন মিয়া, ড্যাব টাঙ্গাইলের সভাপতি ডা. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ডা. আবু হানিফ, মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার রহমান প্রমুখ। এসময় মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন। তা না হলে কঠোর আন্দোলের হুঁশিয়ারি দেন তারা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: