• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চাঁপাইনবাবগঞ্জ

স্বেচ্ছাসেবক লীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
স্বেচ্ছাসেবক লীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক। রবিবার (৯ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডিত আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার মো. ইব্রাহিম আলীর ছেলে মো. নজরুল ইসলাম সুজন (৩৯)।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান মহল্লায় মো. নজরুল ইসলাম সুজনের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। এ সময় তার শোয়ার ঘর থেকে ১২০০ পিস নেশাজাতীয় মাদক বুপ্রেনরফিন ইঞ্জেকশন পাওয়া যায়। ফলে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সুজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে তারা। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ওই দিনই একটি মাদক মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. নজরুল ইসলাম সুজনকে একমাত্র আসামি অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ দেন আদালত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: