• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঠাকুরগাঁওয়ে দুই কোটি টাকার স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা

খোদাবক্শ ডাবলু, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ঠাকুরগাঁওয়ে দুই কোটি টাকার স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে দুই কোটি টাকার স্লুইস গেট এখন কৃষকের গলার কাঁটা। কোনো কেজেই আসছে না বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নে নহনা নদীর উপর নির্মিত সুইচগেটটি। দীর্ঘদিন অচল পড়ে থাকায় এটি পরিণত হয়েছে মাদকসেবীদের আখড়ায়। 

চারপাশে ফসলের বিস্তৃত মাঠ। মাঝ দিয়ে বয়ে গেছে নহনা নদী। নদীটিও মৃতপ্রায়। খরা মৌসুমে কৃষকদের সেচ সুবিধার জন্য ২০১৫-১৬ অর্থবছরে এ নদীর উপর নির্মাণ করা হয় স্লুইসগেট। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির ঝাউনিযা গ্রামে সুইচগেটটি দীর্ঘদিন ব্যবহার না হওয়া এখন অচল।

চুরি হয়ে গেছে বেশিরভাগ লৌহজাত সামগ্রী। সংযোগ সড়ক না থাকায় সুইচগেট এর উপর নির্মিত ব্রিজটিও চলাচলের জন্য  ব্যবহার করতে পারছে না এলাকাবাসী। তাই নির্জন এই গেটে নিয়মিত আসর জমে মাদক সেবীদের। ডিপ টিউবওয়েল  ও শ্যালো মেশিন দিয়ে সেচ কার্যক্রম করে কৃষক। ফলে বিঘা প্রতি খরচ হয় চার থেকে পাঁচ হাজার টাকা। কৃষকরা বলছেন, সুইচগেটটি কার্যকর করা হলে সেচ খরচ কমে যেত।

সংশ্লিষ্টরা বলছেন, আকস্মিক বন্যায় নদীর গতিপথ বদলে যাওয়ায় গুরুত্ব হারিয়েছে স্লুইস গেটটি। 


কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে দ্রুত এটি সংস্কারের আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যাকারিয়া মণ্ডল।

স্লুইস গেটটি ব্যবহার উপযোগী করতে কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ কৃষকরা। 

বিভি/এআই

মন্তব্য করুন: