• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়ির দীঘিনালায় ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১  

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৮, ১২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়ির দীঘিনালায় ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১  

খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী ইউপির উত্তর মিলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী (১৮) দীঘিনালার উত্তর মিলনপুরে শ্বশুর বাড়িতে গৃহস্থালি কাজ করছিল। এ সময় পাশ্ববর্তী আব্দুর রহমান ঘরে ঢুকে ঐ গৃহবধূর সঙ্গে অশালীন আচরণ করে। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া জানান, ঘটনার খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ভিকটিম ও অভিযুক্তকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে দীঘিনালা থানার মামলা করেছে। মামলা রুজুর পর অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টাসহ মামলার তদন্ত করছে পুলিশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: