• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কায় চালক ও যাত্রীরা

আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১০:২০, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১০:২১, ২৩ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কায় চালক ও যাত্রীরা

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজের ধীরগতিতে এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কায় চালক ও যাত্রীরা। যদিও প্রকল্প ব্যবস্থাপকের দাবি, ঈদে চারলেনের সুবিধা পাবে ঘরমুখো মানুষ। আর যানজট এড়াতে নানা প্রদক্ষেপ নিয়েছে পুলিশ। 

ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাতায়াত সুখকর হয় না ঘরমুখো মানুষের। যানবাহনের অতিরিক্ত চাপ, বেপরোয়া চলাচল এবং চারলেনের কাজ শেষ না হওয়ায় এবারও ঈদে ভোগান্তির শঙ্কায় উত্তরের মানুষ।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে নিয়মিত চলাচল করে  উত্তরবঙ্গসহ ২৩ জেলার গাড়ি। এ বছর উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলো ভূঞাপুর হয়ে এলেঙ্গা দিয়ে প্রবেশ করবে ঢাকায়। তবে যমুনা সেতুর সড়কটিতে ওয়ানওয়ে দিয়ে যাবে উত্তরবঙ্গগামী গাড়ি। আর এতে আশাঙ্কা বেড়েছে যানজটের। 

ঈদে সেতু পর্যন্ত যানবাহন চলবে নির্বিঘ্নে দাবি ঠিকাদারী প্রতিষ্ঠানের।

যানজট নিরসনে সেতুতে আলাদা মোটরসাইকেলের বুথসহ উভয় পাশে অতিরিক্ত আরও ছয়টি বুথ বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। নির্বিঘ্নে যাতে মানুষ ঘরে পৌঁছতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টরা আগেভঅগেই ব্যবস্থা নেবেন এমনটাই আশা সবার।
 

বিভি/এআই

মন্তব্য করুন: