ধনবাড়ীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার!

ফাইল ছবি
স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পৌরসভার কয়াপাড়া এলাকায়।
কিশোরীর নানা মামলার বাদী আমজাদ হোসেন জানান, গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে আমার নাতনি সাকিনা মেমোরিয়াল গালর্স হাই স্কুলের ৮ম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী (১৪) ঘুমিয়ে পড়লে ঘুমন্তবস্থায় তার বাবা শফিকুল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শুধু তাই নয় শফিকুল ও তার প্রথম স্ত্রী, সন্তানরা মিলে আমার নাতনি সৎ মেয়ে হওয়ায় মাঝে মধ্যেই মারপিট করত। গত (৩০এপ্রিল) বুধবার দিন চেয়ারের সাথে বেঁধে রেখে মারপিট করে আহত করে। হাসপাতালে চিকিৎসাও করিয়েছি। এনিয়ে রবিবার (৪ মে) ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম। পরবর্তীতে নাতনি ধর্ষণের বিষয়টি জানায়। জানার পরেই থানায় মামলা করা হয়। এঘটনায় অভিযুক্ত ধর্ষক বাবা শফিকুলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকার মৃত সেকান্দর আলীর ছেলে সিএনজি চালক শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৮ মে) থানায় তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের মামলা দায়ের করে শফিকুলের শ্বশুর পৌরসভার বিলাসপুর মধ্যপাড়া গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে আমজাদ হোসেন। মামলা নম্বর ৩। অভিযুক্ত পিতা শফিকুল ইসলাম (৫২) কে গ্রেফতার করে বৃহস্পতিবার টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পরে মূল ঘটনা জানা যাবে।
বিভি/এআই
মন্তব্য করুন: