• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আ. লীগ নেতা ইকবাল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকর্মী ইয়ামিন গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
আ. লীগ নেতা ইকবাল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকর্মী ইয়ামিন গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে জেলা ডিবি (দক্ষিণ) এর বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত বিভিন্ন অপরাধে জড়িত নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন (৩৯) ও মডেল থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন (৫৮) কে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত ইয়ামিনের বাবার নাম মৃত হাজী কাশেম। তার বাড়ি মডেল থানার কালিন্দী  ইউনিয়নের মধ্য চড়াইল গ্রামে। গ্রেফতারকৃত অপর আসামি মোঃ ইকবাল হোসেনের বাবার নাম মৃত নাসির উদ্দিন। তার বাড়ি মডেল থানার কালিন্দী  গ্রামে।

ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম আজ (৮ মে) বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (৮ মে) ভোরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হলে তারা আত্মগোপনে চলে যান এবং রাজধানীর ভাটারা এলাকায় অবস্থান করেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: