• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, আটক ২

প্রকাশিত: ১২:১৩, ২৩ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, আটক ২

চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৩৮০ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ শওকত আকবর ও  মোঃ বাদশা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো: রাসেল জানান, রবিবার (২৩ মার্চ) সকালে বিশেষ তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬ হাজার ৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

আটককৃত এসব সিগারেটের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: