গ্রামবাসীর পৃথক সংঘর্ষে ৭৫ জন আহত, বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

নেত্রকোণার খালিয়াজুরী পাঁচহাট গ্রামে বুধবার (২ এপ্রিল) দুপুরে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল-ছবিলা গ্রামে তুচ্ছ ঘটনায় বুধবার দুপুরে দুপক্ষ সংঘর্ষ জড়ায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বলাইশিমুল দক্ষিণপাড়া গ্রামের তাহাজ্জত মিয়া ও ছবিলা গ্রামের এজহারুল মিয়ার মধ্যে ঈদের দিন বিকালে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে এলাকায় মাইকিং করে বুধবার সংঘর্ষ জড়িয়ে পড়েন। সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়। এ সময় ৬ বাড়ি ভাঙচুর করে লুঠপাট করে দুই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: