সাতসকালে দুঃসংবাদ, দেশের ৩ সড়কে ঝরেছে ৮ প্রাণ
সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে ৪ জন, চুয়াডাঙ্গার নয়মাইলে ২ জন ও সিরাজগঞ্জে ২ জনসহ মোট নিহত হয়েছে ৮ জন।
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জন নারী।
এ তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন। তিনি বলেন, ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সদর উপজেলার নয়মাইল বাজার এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক ও মোহাম্মদজমা গ্রামের সরোয়ার হোসেন।
পুলিশ জানায়, ভোরে চুয়াডাঙ্গা শহর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি দ্রুতগতির বাস নয়মাইল বাজারে একটি পাখিভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের যাত্রী আব্দুর রাজ্জাক (৭০) ও সরোয়ার হোসেন (৬৫) ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৮) ভোর ৬টার দিকে উল্লাপাড়ার নয়নগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিভি/টিটি




মন্তব্য করুন: