• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বোনের সঙ্গে অভিমানে তরুণের আত্মহত্যা

প্রকাশিত: ১৮:৫৬, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বোনের সঙ্গে অভিমানে তরুণের আত্মহত্যা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অভিমানে রেদোয়ান অনিক নামে এক তরুণ আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মফিজ উদ্দিন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত- রেদোয়ান অনিক উপজেলা ভবনাথপুর এলাকার আশেক আলী ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে রেদোয়ান অনিক চাকরি না পেয়ে তার বোন নাবিলার সঙ্গে ঝগড়া করে। পরে বোনে সাথে অভিমানে সে বিষ পান করেন। অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টায় তিনি মারা যান।

নিহতের বাবা আশেক আলী জানায়, আমার ছেলে রেদোয়ান অনিক এক মাস যাবত মানসিকভাবে অসুস্থ ছিল। লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য অনেক চেষ্টা করেছে। চাকরি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। আমি বাবা হিসেবে ছেলেকে অনেক বুঝিয়েছি। শেষ পর্যন্ত আর পারলাম না চাকরি দিতে। চাকরি ছাড়াই চলে গেলো বাবা রেদোয়ান। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: