গ্রামবাসীর সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

পূর্ব বিরোধের জের ও তুচ্ছ ঘটনাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার চানমনি পাড়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় চানমনি পাড়া গ্রামের মৃত হেলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুল ইসলামকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে তৌহিদুল ইসলাম ওই নারীর দিকে তাকালে সাইফুল ইসলামের সাথে তৌহিদুলের সাথে বাকবিতন্ডা হয়। রাতে তৌহিদুল ইসলাম সাইফুল ইসলামের বাড়িতে হামলা করতে গেলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসানসহ ২০ জন আহত হন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: