পাহাড়ের মাটি ধ্বসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু, আহত দুই

চট্টগ্রামের আনোয়ারায় পাহাড়ের মাটি ধ্বসে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু। বৃহস্পতিবার (১ মে) সকাল দশটার দিকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় পাখি ধরতে গেলে তাদের উপর পাহাড়ের মাটি ধ্বসে পড়ে। এতে মাটি চাপা পড়ে চার শিশু।
পরে তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোহান ও মিজবাহ নামে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শিশু সিয়াম ও সিফাত হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, বেশ কয়েকদিন আগে ওই পাহাড়ের কিছু অংশ কাটা হয়েছিল। ধারণা করা হচ্ছে, নিচ থেকে পাহাড়ের মাটি কাটায় উপর থেকে বড় একটি অংশ ধসে পড়ে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: