সাতক্ষীরায় ন্যায্য মজুরির দাবিতে খেটে খাওয়া মানুষের অবস্থান কর্মসূচি

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের মানুষের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
স্থানীয় কৃষাণী কৌশল্যা মুন্ডার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নারী শ্রমিক মাধবী রানী, কল্যাণী মুন্ডা, সবুজ সংহতির সদস্য দিলীপ মাঝি, যুব সংগঠক স.ম. ওসমান গনী, এসএসএসটি’র মাসুম বিল্লাহ, ওবায়দুল্লাহ আল মামুন, সবুজ বিল্লাহ, বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মনিকা পাইক, বরষা রাণী, প্রতিমা চক্রবর্তী প্রমুখ।
বক্তারা এসময় বলেন, উপকূলীয় এলাকায় দিনমজুরের চাহিদা অনেক বেশি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা স্থানীয় কাঁকড়ার খামার, মাছের ঘের, নির্মাণ কাজে, মাটিকাটা, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার এবং কৃষিকাজ করে থাকেন। কাঁকড়ার খামারে আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। মজুরি দেওয়া হয় যতসামান্য। সর্বক্ষেত্রেই ন্যায্য মজুরি বঞ্চিত হন তারা।
পুরুষের সাথে একই কাজ করেও নারীরা অর্ধেক মজুরি পায়। হাঁড়ভাঙা পরিশ্রমের পরও তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না।
অবস্থান কর্মসূচি শেষে উপস্থিত নারী-পুরুষের সমন্বয়ে সচেতনতামূলক পথনাটক ‘ঘামের দাম কোথায়’ প্রদর্শন করা হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: