• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পদ্মার এক কাতলের দাম ৫০ হাজার!

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৬, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
পদ্মার এক কাতলের দাম ৫০ হাজার!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল একটি কাতল মাছ। শনিবার (৩ মে) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি আটকা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, জেলে জামাল প্রামাণিক ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যায়। এসময় তার জালে জোরে একটি ধাক্কা লাগে। তখন তারা বুঝতে পারে বড় কোন মাছ আটকা পড়েছে। পরে তারা সবাই মিলে জাল টান দিলে দেখে বিশাল একটি কাতল মাছ আটকে আছে। এরপর তারা মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে আছে।

চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ি চান্দু মোল্লা বলেন, সকালে জামাল প্রামাণিক ২৮ কেজি ওজনের একটি তাজা কাতল মাছ বিক্রির জন্য মোমিন মন্ডলের আড়তে নিয়ে আসে। এসময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেই। এখন মাছটি বিক্রির জন্য মোবাইলে বড় বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করবো। কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ছেড়ে দিব।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন পানি কম। একারণে জেলেদের জালে প্রতিনিয়ত বড় আকৃতির মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে তারা লাভবান হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2