ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১। শুক্রবার (২ মে) সদর উপজেলার মাধবদী থানার খরনমদি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়ার সোহরাব হোসেনের ছেলে হৃদয় মিয়া (২৩) এবং ব্রাহ্মণপাড়ার ফিরোজ খানের ছেলে রবিন খান (৩৫)।
শনিবার (৩ মে) সকালে এক প্রেস বিজ্ঞপিতে এসব তথ্য জানায় র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম। এসময় তিনি আরো জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাধবদী থানার খরনমদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। তারা প্রাইভেটকারের ব্যাক ডালার ভিতরে ফলের সাথে অভিনব কায়দায় মাদক বহন করছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাগত মাদক ব্যবসায়ী বলে র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃদের থানা পুলিশের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: