সুবীর হত্যা মামলার পলাতক তিন আসামি ভালুকা থেকে গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় সুবীর হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গোয়েন্দা নজরদারীর মাধ্যমে শনিবার (৩ মে) ভোরে র্যাব-৭ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে আসামি দীপ্ত দাশ, সুমিত দাশ ও দীপক দাশকে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে গ্রেফতার করে।
র্যাব জানায়, সাতকানিয়ার বাসিন্দা নিহত ভিকটিম সুবীর চক্রবর্তীর সাথে প্রতিবেশী রুপক দাশ এর সাথে দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২১ মার্চ রাতে নিহত ভিকটিম সুবীর চক্রবর্তী মোটরসাইকেল যোগে স্থানীয় শীলঘাটা এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হয়ে ফকিরখীল এলাকায় পৌঁছালে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী দীপ্ত দাশ এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে পথরোধ করে দেশীয় ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় গ্রেফতারকৃত দীপ্ত দাশ, সুমিত দাশ ও দীপক দাশসহ ৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামি করে একটি হত্যা মামলা মামলা দায়ের করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: