আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ

ছবি: সংগৃহীত
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য নেওয়া হয়েছে। ও হত্যা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য নেওয়া হয়েছে।
রবিবার (৪ মে) ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটু শেখসহ সকল আসামিকে মাগুরার আদালতে হাজির করা হয়। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মাগুরা সদর হাসপাতালের দুই স্টাফ নার্স, একজন মেডিকেল অফিসার ও এক প্রতিবেশীর সাক্ষ্য নেওয়া হয়। আসামি পক্ষের লিগ্যাল এইডের নিয়োজিত আইনজীবী তাদের জেরা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, এ পর্যন্ত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার আরও ছয় সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে।
৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের আছিয়া, বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যাচেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।
বিভি/এ আই
মন্তব্য করুন: