• NEWS PORTAL

  • সোমবার, ০৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২১:৫০, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার

ছবি: মো.জাকির হোসেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে মো.জাকির হোসেন (৫০) নামের এক ইউপি সদস্যকে ২৫ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

রবিবার (৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। 

গ্রেফতারকৃত মো. জাকির হোসেন  উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও দক্ষিণ উজানচর মইজুদ্দিন মণ্ডল পাড়া গ্রামের মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুল করিম সংগীয় অফিসার ফোর্সসহ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর লাল ভানুর গলির মাঝে আলাউদ্দিন বিশ্বাসের মুদি দোকানের সামনে রাস্তার উপর থেকে ২৫ (পঁচিশ) পুরিয়া হেরোইনসহ মো. জাকির হোসেনকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান, গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
 

বিভি/এ আই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2