• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সীমান্ত থেকে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
সীমান্ত থেকে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চশমা ও ঔষধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, কাকডাঙ্গা, হিজলদী ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বুধবার (৭ মে) দিনভর এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিজিবি সদস্যদের বিশষ অভিযানে লক্ষীদাড়ি সীমান্ত থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির বিশেষ অভিযানে বোস্তামের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানে আমবাগান নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে ছয়ঘরিয়া নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়। 

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি অভিযানে কেড়াগাছি ও গেড়াখালী সীমান্ত থেকে ৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানে আমবাগান নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং হিজলদী বিওপির বিশেষ অভিযানে বর্মিতলা নামক স্থান হতে ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১২ লাখ ৪৭ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিততি টের পেয়ে চোরাকারবারীরা এসময় পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হননি।

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: