• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘সীমান্ত এলাকায় কৃষকরা নির্বিঘ্নে ধান কাটতে পারবে’

প্রকাশিত: ১৭:২৮, ৮ মে ২০২৫

আপডেট: ১৭:৩২, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
‘সীমান্ত এলাকায় কৃষকরা নির্বিঘ্নে ধান কাটতে পারবে’

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষি জমি রক্ষায় নতুন করে ভূমি আইন করার চিন্তা ভাবনা চলছে। কারণ, বাংলাদেশ ৪০ শতাংশ কৃষির উপর নির্ভরশীল। যখন দেশে জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি তখন জমির পরিমাণ ছিল অনেক বেশি। এখন ১৮ কোটি মানুষ সেই অনুপাতে জমির পরিমাণ অনেক কমে গেছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুর বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নে বোরো ধান কর্তন উদ্বোধনকালে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেঃ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষকদের চেষ্টায় ধানের ভালো ফলন হয়েছে। গত বছর আমাদের চাল আমদানী করতে হয় নাই। এবারো আমদানী করতে হবে না।

পাক-ভারত যুদ্ধের কারণে বাংলাদেশের সীমান্ত এলাকার কৃষকরা ভয়ভীতির মধ্যে আছে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন , আমাদের সীমান্ত এলাকা নিরাপদ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে। কৃষকরা নির্বিঘ্নে ধান কাটতে পারবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান প্রকল্প পরিচালক মোজাফ্ফর হোসেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: