খাগড়াছড়িতে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

পাহাড়ে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পাহাড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ছিল বুদ্ধস্নান, পঞ্চশীল ও অষ্টশীল পার্থনা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান এবং সোয়াং দান।
শনিবার(১০ মে) সকাল ৮টায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকায় সংঘ মৌত্রি বৌদ্ধ বিহার থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির আয়োজনে ২৫৬৯তম বুদ্ধাব্দ উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলার জিরো পয়েন্ট হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিহারে ফিরে আসে। দেশ ও সকল জাতিগোষ্ঠীর মঙ্গল কামনায় চলে বিশেষ প্রার্থনা। শিশু-কিশোর থেকে শুরুকরে সকল বয়সী নারী-পুরুষ এতে অংশগ্রহণ করেন গভীর শ্রদ্ধা ও ধর্মীয় উৎসবের আবহে।
পানছড়ি বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সদস্য অরুণ চন্দ্র চাকমা বলেন, আজকের এই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধুত্ব লাভ ও একই দিনে মহাপরিনির্বাণ লাভ করেন। ত্রি-স্মৃতি বিজড়িত আজকের দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন।
পানছড়ির পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক অশ্বজিত ভান্তে বলেন, বুদ্ধের নীতি-আদর্শ অনুসরণ করলে মানুষ সুখে থাকবে-শান্তিতে থাকবে। বর্তমান পরিস্থিতি থেকে বাংলাদেশ যাতে সহজে কাটিয়ে উঠতে পারে সে কামনা করেন।
আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন। একই দিনে গৌতমবুদ্ধ পরিনির্বাণ লাভ করেন।
বিভি/এআই
মন্তব্য করুন: