• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাউফলের লোহালিয়া নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৫:৫৭, ১০ মে ২০২৫

আপডেট: ১৬:০৩, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
বাউফলের লোহালিয়া নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর চারটি উপজেলার মানুষের দুর্ভোগ লাগবের জন্য বাউফলের লোহালিয়া নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের উদ্দেশে বগা সেতু বাস্তবায়ন পরিষদ কর্তৃক জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবারের (১০ মে) মানববন্ধনে বাউফলের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। 

বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ইঞ্জি. এ কে এম ফারুক তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ।

আরও বক্তব্য রাখেন জিয়া পরিষদের আহ্বায়ক জনাব আনিসুর রহমান আনিস, বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব ইঞ্জি. রুমান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলী আজম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. হেলাল উদ্দীন, ইউনুস চৌধুরী, রমিজ উদ্দিন হাওলাদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।  মানব বন্ধন পরিচালনা করেন মারুফ আল মুজাহিদ।

 

বিভি/এসজি

মন্তব্য করুন: