• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪২, ১০ মে ২০২৫

আপডেট: ১৭:৪৬, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র জনতা। শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা। পরে একটি মিছিল বের করা হয়। এছাড়া একই দাবীতে মধ্যে রাতে শহরের নিরালা মোড়ে এনসিপি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমী ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক মাসুদুর রহমান রাসেল, অ্যাড. কামরুজ্জামান শাওন, আহমেদ শেরশাহ, বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আল আমিন প্রমুখ।

আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগকে অতিদ্রুতই নিষিদ্ধ করতে হবে। এখন পর্যন্ত কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তা আমরা জানতে চাই। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না। অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এদিকে শুক্রবার রাত ১২ টার দিকে মাভাবিপ্রবির হল চত্ত্বর থেকে মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমী ভবনের সামনে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলার সাবেক সমন্বয়ক মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজ, নাজমুল, রবিউল, তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2