• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজবাড়ীতে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৮, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে)  অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে এই বিজ্ঞান মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, সদর উপজেলার ইউএনও মারিয়া হক, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, নিজেদের টেকনোলজি ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যে জাতি বিজ্ঞানে যত বেশি উন্নত সে জাতি তত বেশি উন্নত ও শক্তিশালী। উন্নত রাষ্ট্র গঠনে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। তাই বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহী হতে হবে। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্পের ৩৫ টি স্টল বসেছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘এক পলকে বিজ্ঞান’ ও ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর’ ২টি গাড়িতে শিক্ষার্থীর উপস্থিতি ভ্রাম্যমাণ বিজ্ঞান শিক্ষা কার্যক্রম ও টেলিস্কোপ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2